Khan Method Joint Vocabulary Book - Khan Method Publications

 




আলহামদুলিল্লাহ
#Khan Method Joint Vocabulary
.
সুপার সাইকোথেরাপির আলোকে জোড়ায় জোড়ায় শব্দ শেখার ১৬১৬টি অভিনব কৌশল। কেবল Reading পড়েই ১লক্ষ জোড়া শব্দ শেখার শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।
বইটির ভিতরের পৃষ্ঠা দেখুন, ভিডিও লেকচার দেখুন, যাচাই করুন, তারপর বই কিনুন।
:::::::::::
#যেভাবে সাজানো হয়েছে :
মেধা বিকাশ করার জন্য যা যা দেয়া হয়েছে :-
১. কিভাবে শরীরের এবং মনের কার্যক্ষমতা বাড়াবেন? মন নিয়ন্ত্রণ করবেন? মনের অস্থিরতা দূর করবেন?
.
২. ‘কারো ঘুম আসে না, আবার কারোর ঘুম বেশি আসে’- এরূপ সমস্যাগুলো ঔষধবিহীন কিভাবে দূর করবেন?
.
৩. কিভাবে সঠিক সময়ে ঘুমাবেন এবং সঠিক সময়ে ঘুম থেকে উঠবেন?
.
৪. কিভাবে নিজের ছেলে মেয়ে এবং পরিবার পরিজনকে বুঝবেন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করবেন?
.
৫. কিভাবে মিথ্যা, হারাম, অবৈধ পথ এবং বিপরীত লিঙ্গ (ছেলে মেয়ে) থেকে নিজেকে রক্ষা করবেন?
.
৬. কিভাবে মন থেকে অপ্রয়োজনীয় চিন্তা, রাগ, গোসসা, হিংসা, অহংকার, ঘৃণা ও মনের জঞ্জাল দূর করবেন?
.
৭. কিভাবে স্বরণশক্তি বৃদ্ধি করবেন। বা, Brain power বৃদ্ধি করবেন।
.
৮. কিভাবে পঞ্চ ইন্দ্রিয়কে উন্নত করবেন এবং ষষ্ঠ ইন্দ্রিয়তে পৌঁছাবেন।
৯. কিভাবে Third eye উন্নত করবেন?
.
১০. কিভাবে নিজেকে নিজেই মোটিভেশন দিবেন এবং কিভাবে অল্প সময়ে সিদ্ধান্ত নিবেন।
.
১১. কিভাবে দীর্ঘক্ষণ আপনার মনকে একই কাজে কেন্দ্রীভূত করে রাখবেন?
১২. কিভাবে পড়াশুনার মনোযোগ বৃদ্ধি করবেন?
.
১৩. কিভাবে ১০ - ১২ ঘন্টা পড়াশুনা করার পরও ক্লান্ত হবেন না এবং কখনোই মাথা ব্যাথা বা মাথা ধরবে না?
.
১৪. কিভাবে কেবল রিডিং পড়েই বা একবার পড়েই যে কোন পড়া আয়ত্ত করতে পারবেন?






:
#Joint #Vocabulary যেভাবে লেখা হয়েছে :-
.
১. ১১৬টি Suffix এবং Prefix- এর ব্যবহার বাংলা মাধ্যম ধরে ব্যাখ্যা সহকারে
বুঝিয়ে লেখা হয়েছে। যাদের মাধ্যমে হাজার হাজার জোড়া শব্দ বানিয়ে পড়া
সম্ভব হবে।
২. জোড়ায় জোড়ায় শব্দ শেখার ১৬১৬টি অভিনব কৌশল দেয়া হয়েছে। যাদের
মাধ্যমে কেবল রিডিং পড়েই ১লক্ষ- এর অধিক জোড়ায় জোড়ায় শব্দ বানিয়ে
পড়তে পারবেন, ইনশাআল্লাহ।
৩. ১৬১৬টি অভিনব কৌশল- এদের প্রতিটি শব্দেরই একাধিক বাংলা এবং ইংরেজি
সমার্থক শব্দ দেয়া হয়েছে।
৪. ১৬১৬টি অভিনব কৌশলকে কেবল রিডিং পড়ে আয়ত্ত করার জন্য কোন
ধরনের শব্দে সাথে কোন ধরনের শব্দ বসে এরূপ প্রায় ৪০ হাজার জোড়া শব্দ
দেয়া হয়েছে। যাতে করে একজন সাধারণ পাঠক অবচেতন মন থেকে বা বিনা
চিন্তায় এরূপ আদলে আরো হাজার হাজার জোড়া শব্দ তৈরি করতে পারে।
৫. ১৬০০-এর অধিক বাস্তবমুখী এবং Motivational Translation দেয়া হয়েছে।
যেগুলি আমাদের বাস্তব জীবনে প্রতিদিনই কাজে লাগে এবং এদের অনুকরণে যে
কেউই হাজার হাজার Translation তৈরি করতে পারবে।
৬. ১৫০০-এর অধিক বাস্তবমুখী Verb ব্যাখ্যাসহ বুঝিয়ে লেখা হয়ে হয়েছে। যেগুলি
আমাদের বাস্তব জীবনে প্রতিদিনই কাজে লাগে।
:
পরামর্শ : তৃতীয় শ্রেণি থেকে ডিগ্রী-অনার্স পর্যন্ত পাঠ্য বই এবং গ্রামার বইতে হাজার হাজার Sentence রয়েছে। প্রতিটি Sentence-এর মধ্যে ১-২টি করে মূল/ Root শব্দ রয়েছে। এভাবে হিসাব করলে প্রায় লক্ষ্যাধিক শব্দ পাওয়া যায়। তবে একই শব্দ এবং একই অর্থে সমার্থক শব্দগুলিকে নিয়ে হিসাব করলে ১০ হাজারের নীচে নেমে যায়। এই ১০ হাজার শব্দগুলির মধ্যেও নেতা ধরনের (Leader type) শব্দ রয়েছে ২-৩ হাজারের মতো। এই Leader type শব্দগুলোর সাথে অন্যান্য শব্দ মিলেমিশে ব্যবহৃত হয় বিধায় আমাদের কাছে লক্ষ লক্ষ শব্দ মনে হয়। আর সেই লক্ষ্য করেই এই বইতে ১৬১৬টি Leader type শব্দ নেয়া হয়েছে। সেই সকল শব্দগুলির সাথে অন্যান্য শব্দ যুক্ত হলে লক্ষ লক্ষভাবে প্রয়োগ হয়।
.
যেভাবে পড়বেন : বইটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে ২-৩ বার রিডিং পড়বেন। তারপর ইংরেজি মিলিয়ে পড়বেন। ইনশাআল্লাহ সত্যিই এক লক্ষ জোড়া শব্দ আয়ত্ত করতে পারবেন। আল্লাহ আপনি কবুল করুন, আমীন।
বিনীত
মো. রফিকুল ইসলাম খান
লেখক ও প্রকাশক

বইটি কুরিয়ারে পেতে যোগাযোগ করুন :
Call/WhatsApp : 01400079047, 01775526575

Biplob Prodhan

Biplob Prodhan from Bangladesh ; founded an online platform named EDNOUB for the students of English Language & Literature. You are invited here.

Post a Comment

Previous Post Next Post

Contact Form